Breaking News

ক্রমবর্ধমান করোনার জের, ভক্তদের জন্য বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ

প্রসেনজিৎ ধর, হুগলি :- রাজ্যে করোনা সংক্রমণ ক্রমেই ঊর্ধমুখী |করোনা আবহে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল তারকেশ্বরের গর্ভগৃহ | মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল মন্দির কর্তৃপক্ষ |ক্রমবর্ধমান করোনা সংক্রমণকে মাথায় রেখেই মন্দিরের গর্ভগৃহ বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ | মন্দির সূত্রে খবর, গাজনের মেলা চলার জন্য জমায়েতে রাশ টানতে গত ১০ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করা হয় | তখন জানানো হয়, গাজনের মেলা শেষ হলেই খুলে দেওয়া হবে গর্ভগৃহ | কিন্তু, কোভিড সংক্রমণের উত্তরোত্তর বৃদ্ধিতে এ বার সেই সিদ্ধান্ত নাকচ করল মন্দির কর্তৃপক্ষ| মঙ্গলবার নোটিস দিয়ে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মন্দিরের গর্ভগৃহ | তারকেশ্বর মন্দির এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম জানিয়েছেন, লাফিয়ে লাফিয়ে করোনা বাড়ছে | যদি আমরা সচেতন না হই সেক্ষেত্রে তারকেশ্বরকে রক্ষা করা যাবে না | তিনি আরও জানিয়েছেন, গর্ভগৃহ বন্ধ থাকলেই কমবে দর্শনার্থীদের সংখ্যা | তাই মন্দির খোলা থাকলেও সরাসরি গর্ভগৃহে ঢুকে জল ঢালা যাবে না | বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ও স্যানিটাইজার | কোনও পুণ্যার্থী জল ঢালতে চাইলে চোঙায় করে জল দিতে হবে | সেই জল পৌঁছে যাবে গর্ভগৃহে | যদিও, কত সংখ্যক দর্শনার্থী একবারে মন্দির চত্বরে যেতে পারবেন তা সুনিশ্চিত করা হয়নি | প্রসঙ্গত, এর আগে গত ১১ ফেব্রুয়ারি, খুলে গিয়েছিল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ | শিব চতুর্দশীর কথা মাথায় রেখেই খোলা হয়েছিল মন্দির | এবার অনির্দিষ্টকালের জন্যই বন্ধ হল মন্দিরের গর্ভগৃহ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *