সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- মঙ্গলবার রাতে আসানসোলের জামুড়িয়ার সিপিএম প্রার্থী ঐশী ঘোষের সভাতে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান’ বিজেপি কর্মীদের | সিপিএমের অভিযোগ, তাঁদের প্রার্থীর ওপর হামলার চেষ্টা করা হয়েছিল | ঘটনায় অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ | স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে জামুরিয়ার নিউ সাতগ্রাম এলাকায় নির্বাচনী সভা ছিল ঐশী ঘোষের | সেই নির্বাচনী সভা চলাকালীনই প্রায় ১২ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী সভাস্থলে ঢুকে গোলমাল পাকায় | ঝান্ডা হাতে জয় শ্রী রাম স্লোগান দিতে থাকে বলে অভিযোগ | অভিযোগ, ঐশীর নাম নিয়েও স্লোগান দিতে থাকে তারা | তবে এসবের মধ্যে বক্তব্য থামাননি সিপিএম নেতারা | বাম সমর্থকরাও বিচলিত না হয়ে চেয়ার থেকে না উঠেই বক্তব্য শুনতে থাকেন | তখন তারা নিজেরাই এলাকা ছেড়ে পালায় |এই বিষয়ে সিপিআইএম নেতৃত্বের বিস্ফোরক অভিযোগ, ঐশীকে প্রাণে মেরে ফেলতে এই ছক কষেছিল বিজেপি | ঐশীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয় নির্বাচন কমিশনেও | নির্বাচন কমিশন ও পুলিশের কর্মী থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ তাঁদের | ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় তিন বিজেপি কর্মীকে | এদিকে দলীয় কর্মী গ্রেফতারের প্রতিবাদে বিজেপির প্রার্থী তাপস রায়ের নেতৃত্বে বুধবার সকাল থেকে জামুড়িয়া থানা ঘেরাও করা হয়| তাঁদের পাল্টা দাবি, মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁদের কর্মীকে |