রজত সেন, নদিয়া :- মর্মান্তিক ঘটনা | পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হলেন স্বামী | ঘটনাটি ঘটেছে নদিয়ার পণ্ডিতপুরো এলাকায় | মৃতদের নাম সানোয়ার মণ্ডল (৩৬) ও মাখোনা বিবি (২৭) | পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল | মঙ্গলবার সন্ধ্যায় তা চরমে ওঠে | স্থানীয়দের বক্তব্য, চিৎকারের মধ্যেই হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পান তাঁরা | কিছু আঁচ করার আগেই আরও একটি গুলির শব্দ | শব্দের উৎস খুঁজে সানোয়ারদের বাড়িতে চলে আসেন প্রতিবেশীরা |
প্রতিবেশীদের বক্তব্য, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মাখোনা বিবি | রক্তে ভেসে যাচ্ছিল মাটি | আর তার অদূরেই পড়ে ছিল সানোয়ারের দেহ | তাঁদের উদ্ধার করে নতিডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন | ঘটনার তদন্তে নেমেছে পুলিশ | প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দাম্পত্য কলহে স্ত্রীকে গুলি করে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী | ঘটনার তদন্তে নেমে প্রতিবেশী এবং পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ |