Breaking News

আইকোর কাণ্ডে সিবিআইয়ের পর ইডি-র তলব তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আইকোর মামলায় ইডি-র তলব তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে | তলব করা হয়েছে পার্থবাবুর ঘনিষ্ঠ তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও| দুজনকেই গতকাল ইডি নোটিস পাঠানো হয়েছে | ইডি অফিসে তলব করা হয়েছে আগামী সপ্তাহে | আইকোর মামলায় ফের রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | সিবিআইয়ের পর এবার তাঁকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | সূত্রের খবর, অর্থলগ্নিকারী সংস্থার মঞ্চে তাঁকে দেখা গিয়েছিল | সে বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছে বলে ইডি সূত্রে দাবি |প্রসঙ্গত,এর আগেও গত ২৭ মার্চ এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল সিবিআই| বলা হয়েছিল, ৭ এপ্রিল হাজিরা দিতে হবে তাঁকে। কিন্তু গত ১০ এপ্রিল পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে ভোট ছিল, ফলে গত ৭ তারিখও নির্বাচনী ব্যস্ততার কারণে যাওয়া হয়নি তাঁর | তবে শুধুমাত্র বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ই নয়, কলকাতা পুরসভার এক বিদায়ী কাউন্সিলরকেও ডেকে পাঠিয়েছে ইডি| বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে আইকোরের কী সম্পর্ক ছিল তা জানতে চেয়ে তাঁকেও ডেকে পাঠিয়েছে ইডি | আগামী সপ্তাহে দু’জনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি | এদিকে, সারদা কাণ্ডে প্রাক্তন আইপিএস ও প্রাক্তন সিপিএম নেতা দেবেন্দ্র বিশ্বাসকে তলব করেছে ইডি | তলব করা হয়েছে মদন মিত্রের প্রাক্তন আপ্ত সহায়ক বাপি করিমকেও | আগামী সপ্তাহের মধ্যে হাজিরা দিতে হবে তাঁদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *