Breaking News

তিলজলা থেকে উদ্ধার ১৪টি বোমা, রিভলবার, পিস্তল, বুলেট, অভিযুক্ত আইএসএফ সমর্থক বলে অভিযোগ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট আবহে উত্তপ্ত বাংলা | মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে তিলজলা থেকে উদ্ধার হল বোমা ও অস্ত্র | লিয়াকত নামে এক ব্যক্তির ফ্ল্যাট ও অফিস থেকে ১৪টি বোমা, রিভলবার, পিস্তল, বুলেট উদ্ধার হয় বলে খবর | পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি একজন আইএসএফ সমর্থক | পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তিলজলা থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা পিকনিক গার্ডেন রোডে হানা দেন | সেখানে এখানেই লিয়াকত নামে ওই ব্যক্তির সন্ধান চালানো হয় | তারপরই একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি রিভলবার ও তিন রাউন্ড পয়েন্ট ৩০৩ বুলেট পাওয়া যায় | এরপর অন্য একটি ফ্ল্যাট থেকে ১৪টি তাজা বোমা এবং অফিসঘর থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড বুলেট উদ্ধার হয় | যদিও মূল অভিযুক্ত লিয়াকতকে ধরা যায়নি | সে বাড়ি থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ | কয়েকদিন আগে তিলজলায় তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষ হয় | সেই সংঘর্ষে আটজন আহত হন | ওই ঘটনার সঙ্গে লিয়াকত যুক্ত বলে পুলিশের অভিযোগ | সেই কারণে লিয়াকতের বিরুদ্ধে মারপিট ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে অস্ত্র আইন |জানা গিয়েছে, এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে | এই ঘটনায় লিয়াকতের খোঁজে তল্লাশি চলছে | লিয়াকত ছাড়া আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *