নিজস্ব সংবাদদাতা :- “চাল, আমফানের টাকার মতো ভ্যাকসিনেও ভাগ বসাচ্ছেন তৃণমূলের বিধায়ক-নেতারা। সেই জন্যই প্রয়োজনের তুলনায় কম পড়েছে ভ্যাকসিন।” রবিবার সকালে চৌরঙ্গীর চা-চক্রে যোগ দিয়ে রাজ্য সরকারের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | মুখ্যমন্ত্রী শনিবার অভিযোগ করে বলেন প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার | এদিন মুখ্যমন্ত্রীর এই অভিযোগের উত্তর দিলেন দিলীপ ঘোষ | তৃণমূল সুপ্রিমোকে এদিন তিনি একহাত নিয়ে বলেন, “দিদির অবস্থা খারাপ দিদির ভাইরা বিজেপিতে চল আসছে, দিদি ফোন করে সবাইকে জিজ্ঞাসা করছে, তুমি আছো তো, নাকি বিজেপি তে চলে গেছ?”এদিন তিনি আরও বিস্ফোরক হয়ে বলেন,আমিও অফার দিচ্ছি ভারতীয় জনতা পার্টিতে যোগদানের | সারা দেশে পরিবর্তন হয়েছে | এখানেও পরিবর্তন হবে বলেও দাবি তাঁর | তাঁর আরও অভিযোগ এ বছর শান্তিপূর্ণ ভোট হবেই | কারও হিম্মত নেই ভোটারদের ওপর হাত তোলে| শুধু তাই নয় সংখ্যালঘুদের উদ্দেশ্যে এদিন তাঁর বক্তব্য, কেউ সংখ্যালঘুদের জন্য কিছু করেনি। ওদের ভয় দেখিয়ে ভোট কেনা হয়েছে এতদিন | এদিন তিনি রাজ্যের পুলিশকেও একহাত নিলেন | এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বললে পুলিস কেস দেয় বলেও অভিযোগ করেন তিনি | এদিন তাঁর মুখে শোনা গেল সোনার বাংলার কথা | একমাত্র বিজেপি তা দিতে পারবে বলে দাবি করেন দিলীপ ঘোষ | শাসক -বিরোধী এই তরজায় কে জিতবে, তার জন্যে আর কিছুদিনেরই অপেক্ষা | এবার একুশের নির্বাচনেই তার জবাব মিলবে|