প্রসেনজিৎ ধর :- অপহরণ করে লক্ষাধিক টাকার দাবি,দাবি না মানা হলে খুনের হুমকি ফোন উত্তরপাড়ায় এক ব্যক্তি কে।সেই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ।গত ১৫ তারিখ উত্তরপাড়ার বাসিন্দা দীপক কুমার মিস্রাকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে ফোন করার অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।মুক্তিপণ হিসাবে দুই লক্ষ টাকা দাবি করা হয়।টাকা না দিলে দীপক মিশ্রকে খুন করা হবে বলেও ফোনে হুমকি দেয় অপহরণকারীরা।এরপর ঘটনার তদন্তে নামে উত্তরপাড়া থানার পুলিশ।
এরপর কানাইপুর হাই স্কুল এলাকা থেকে ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানতে পারে চার অপহরণকারী প্রাসাদ প্রতিকার যে রিষড়ার বাসিন্দা,বিবেক সিং হাওড়ার বাসিন্দা,শঙ্কর পানিকর কোন্নগরের বাসিন্দা ও রিন্টু সিকদার যে কানাইপুরের বাসিন্দা এই চারজন মিলে উত্তরপাড়ার বাসিন্দা দীপক মিশ্রকে অপহরণ করে তার পরিবারের থেকে মোটা টাকা মুক্তিপণ চায়।তবে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা ও দীপক বাবুকে উদ্ধার করাকে পুলিশের এক বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।