প্রসেনজিৎ ধর :- মাথাভাঙায় গিয়ে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | ওই ঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী | এই নিয়ে মমতাকে নিশানা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আপনি স্বপ্নের বিরিয়ানিতে যত খুশি ঘি ঢালুন | কেননা মমতা আজ পর্যন্ত যত তদন্তের কথা বলেছেন এবং শাস্তি হবে বলে জানিয়েছেন, তার বেশিরভাগই কোনও দিকে গড়ায়নি | শুধু একের পর এক কমিশন গড়েছেন। কিন্তু, কোনও রিপোর্ট আসেনি |”জয়প্রকাশ মজুমদার আরও বলেন, ‘মততার কথা এক বিন্দুও বিশ্বাস করে না রাজ্যবাসী| কারণ ২১ জুলাইয়ে ১৪ জন খুন হয়েছিলেন | ওই ঘটনায় কেউ শাস্তি পাননি | বরং সেইসময় পুলিশের যারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তাদের মমতা নিজের মন্ত্রিসভায় নিয়েছিলেন | তাদের পুরস্কৃত করেছিলেন| নন্দীগ্রামের ঘটনাতেও বলেছিলেন দোষীরা শাস্তি পাবে | কিন্তু যে পুলিশ অফিসার ওই ঘটনায় জড়িত ছিলেন তাকে মমতা দল নিয়ে নিলেন | সুতরাং শীতলকুচির ক্ষেত্রে মমতা কী করবেন তা সবাই জানেন |’তৃণমূল সুপ্রিমোকে নিশানায় নিয়ে পালটা চ্যালেঞ্জের সুরে জয়প্রকাশ বলেন, “শীতলকুচি নিয়ে তদন্ত হবেই হবে | তবে যখন বিজেপি ক্ষমতায় আসবে, তখন যারা মঞ্চের উপর থেকে উস্কানি দিয়েছিল, তাঁরাও সেই তদন্তের আওতায় আসবে | এটুকু আজ আমরা বলে দিতে চাই |”