দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নতুন করে গোটা ফের বাড়ছে করোনা সংক্রমণ | হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা | একই অবস্থা পশ্চিমবঙ্গের। তাই পরিস্থিতি আয়ত্তে আনতে এবার কড়া হচ্ছে রাজ্য | চার রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, কর্ণাটক , কেরল এবং তেলেঙ্গানা থেকে বাংলায় প্রবেশ করতে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট | এমনটাই জানিয়ে দিল কলকাতা এয়ারপোর্ট অথরিটি | যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে টেস্ট করা হলে সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে | রাজ্য সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে| বুধবার টুইট করে কলকাতা এয়ারপোর্ট অথরিটি এই নিয়ম জানায় | টুইটে উল্লেখ ছিল, রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তেলেঙ্গানা থেকে কলকাতায় আসতে গেলে ৭২ ঘন্টা আগে কোভিড আরটি-পিসিআর টেস্ট করাতে হবে| রিপোর্ট যদি নেগেটিভ হয় তবেই বিমানে যাত্রা করার অনুমতী মিলবে| এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে যাত্রীদের জন্য একটি লিঙ্কও দেওয়া হয়েছে অথরিটির টুইটে |
করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে | ইতিমধ্যেই সেখানে ১৫ দিনের জনতা কারফিউ ঘোষণা করা হয়েছে | মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় গোটা দেশ| জটিল পরিস্থিতি কর্ণাটক, কেরল এবং তেলেঙ্গানারও | বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন,যা আগের দিনের থেকে প্রায় ২৩ হাজার বেশি | এই সংখ্যাটা দেশের সর্বকালের সর্বোচ্চ |