প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় সিদ্ধান্ত নিল বামেরা | ভোটের মরশুমে করোনার বাড়বাড়ন্ত কথা মাথায় রেখে আপাতত বড় জমায়েত বাতিলের সিদ্ধান্ত নিল সিপিএম | সিপিএম নেতা মহম্মদ সেলিম বুধবার একথা জানিয়েছেন | ভোটের বাংলায় যেখানে বাকি দলগুলি মিটিং-মিছিল-পদযাত্রায় মন দিয়েছে, সেখানে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক সিপিএমের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে নজিরবিহীন | বুধবার আলিমুদ্দিনে সাংবাদিকদের মুখোমুখি হন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম| করোনার বাড়বাড়ন্তের জন্য একযোগে কেন্দ্র ও রাজ্যকে তোপ দাগেন তিনি | তিনি বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলায় জোর দেওয়া উচিত | কিন্তু দু’জনই এখন মেরুকরণের রাজনীতিতে মন দিয়েছেন | ভোটের লোভে মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন তাঁরা। এমনকী ভ্যাকসিন নিয়েও উদাসীন দুই সরকার | মহম্মদ সেলিম আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চার দফায় ভোট হয়ে গিয়েছে | পঞ্চম দফার ভোট প্রচার শেষ লগ্নে, আগামী দফার নির্বাচনের প্রচারে বড়সড় ভিড় না করার | বরং বহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করার ওপর জোর দেব আমরা| আপাতত অল্প সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে ছোট ছোট সভা করা হবে | প্রার্থী-সহ হাতে গোনা কয়েকজন যাবেন বাড়ি বাড়ি প্রচারে | রাজ্য ও কেন্দ্রীয় সরকারের করোনা মোকাবিলার পদ্ধতি নিয়েও সরব হন সেলিম |
চণ্ডীপুরের সিপিএম প্রার্থীর কথায়, আমাদের সরকার তো করোনা মোকাবিলা মানে একটাই জিনিস জানে, তা হল লকডাউন | এখনও লকডাউনের প্রভাব যায়নি |প্রসঙ্গত, বাংলায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ | গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৫ হাজার | কমছে সুস্থতার হার |