দেবরীনা মণ্ডল সাহা :-“চোর-ডাকাতরা আগে জেলে যেত, এখন বিজেপিতে যায় |” ১ লা বৈশাখের দিন কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় | এমনকি কৃষ্ণনগর উত্তরের প্রার্থী তথা বিজেপি নেতা মুকুল রায়কেও তুলোধোনা করলেন তিনি |এদিন মুকুল রায়ের নাম না করে অভিষেক বলেন, ‘তিনি বুঝে গিয়েছেন, তিনি হারছেন,তাই এলাকায় প্রচারে আসছেন না |’ এদিন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সমর্থনে ব়্যালি করলেন অভিষেক | রোড-শো শেষে প্রার্থীর সমর্থনে বক্তব্যও রাখেন তিনি |
অভিষেকের কথায়, “কৌশানীকে ভোট দেওয়ার অর্থ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো |” তাঁর কথায়, “২ তারিখের পর খেলা হবে | আগে আমাদের জেতান | তারপর তো খেলা হবে |” অভিষেকের কথায়,”আর্থিক কেলেঙ্কারি থেকে খুন, একাধিক মামলা রয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তিনি এখন নিজেকে বাঁচাতে বিজেপিতে আশ্রয় নিয়েছেন। হেরে যাবে বুঝেই প্রচারে আসছেন না। ওঁকে এলাকায় ক’বার দেখতে পেয়েছেন? ভোটের পর আর দেখতে পাবেন না।” এদিনের সভা থেকে প্রধানমন্ত্রীকেও বিঁধেছেন অভিষেক| তিনি বলেন, রাজ্যে টিকার টান রয়েছে বললেন, “দেশের অনেকে করোনার টিকা পাচ্ছেন না| ১৩০ কোটির মধ্যে মাত্র ১ কোটি মানুষ টিকা পেয়েছেন | এদিকে বিদেশে টিকার রপ্তানি করছেন প্রধানমন্ত্রী | উনি শুধু নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন | মানুষকে নিয়ে মাথাব্যথা নেই তাঁর |” এদিন শীতলকুচি নিয়েও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,’বিজেপি বাঙালির রক্তে বাঙালিকে মেরে বাংলা দখল করতে এসেছে | গায়ের জোড়ে, বন্দুকের জোড়ে বাংলা দখল করতে চাইছে | বাংলার মানুষকে এই বুলেটের জবাব ব্যালটে দিতে হবে |’