সুবীর কর, বীরভূম :- বঙ্গে ভোট চলছে| চার দফা হলেও এখনও চার দফায় বাকি নির্বাচন | তার মধ্যেই বাংলা নববর্ষের প্রথম দিনেই বোলপুর বিধানসভা এলাকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ২৭০ জন কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করলেন | বৃহস্পতিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বোলপুর বিধানসভার বিজেপির প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি | এদিন বিজেপিতে যোগদানকারীদের মধ্যে বেশিরভাগই ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থক | বাকীরা বিভিন্ন রাজনৈতিক দলের কংগ্রেস, সিপিএমের সদস্য ছিলেন বলে বিজেপি সূত্রের খবর | এদিন দুটি পর্বে যোগদান করানো হয় | সকালে বোলপুরে বিজেপির দলীয় কার্যালয়ে আইনজীবী বিপদতারণ ভট্টাচার্যের নেতৃত্বে বোলপুর ও সাত্তোর অঞ্চলের ৭০জন এবং বিকালে ইলামবাজারে সেখ গোলাপের নেতৃত্বে ২০০জন তৃণমূলের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ডঃ অনির্বাণ গাঙ্গুলি|
এদিন তিনি বলেন,বিজেপি কোন পারিবারিক দল নয়,বর্তমান পশ্চিমবঙ্গে যে শাসক দল রয়েছে, সেটা একটা পারিবারিক দল বলে অভিযোগ তাঁর | সেই বিশেষ পরিবারের সুবিধা ও অগ্রগতির পাইয়ে দেওয়ার জন্য শাসক দলের নেতা-কর্মীরা সর্বতভাবে শক্তি ও এনার্জিকে কাজে লাগায় | কিন্তু ভারতীয় জনতা পার্টির সদস্য থেকে নেতা-কর্মীরা আদর্শের ভিত্তিতে দল করে | মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয় | এদিন সদ্য বিজেপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে অনির্বাণবাবু তাঁদেরকে আজকের দিনটি বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য বলেন | তিনি আরও জানান, আজ থেকে ঠিক ১৪ দিন পর আপনারাই সোনার বাংলার পথিক, আপনারাই সোনার বাংলার কারিগর |