অভিষেক সাহা, মালদহ :- এর আগে ভোট প্রচারে এসে স্কুটি করে প্রচার করতে দেখা গিয়াছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে | এর এইবার ১ লা বৈশাখের দিন নির্বাচনী প্রচারে এসে আদিবাসী মহিলাদের সাথে নৃত্যে মাতলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | সপ্তম দফায় ২৬ এপ্রিল নির্বাচন রয়েছে মালদহের মালতিপুরে | তার আগে বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিনে মালদহের মালতিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী মৌসুমী দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | মালদহের ইংলিশ বাজারের রোড-শো করে হেলিকপ্টারে করে মালতিপুর ফুটবল ময়দানে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি | সেখানে উৎসাহী জনতাদের কাছে নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি হাত নাড়িয়ে প্রার্থীদেরকে নিয়ে ভোট প্রার্থনা করতেও দেখা যায় স্মৃতি ইরানিকে | স্মৃতি ইরানিকে কাছে পেয়ে উৎসাহিত জনতা তাঁর উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি ছোড়েন | এরপরেই পৌঁছে যান কান্ডারণ এলাকায় | সেখান থেকে তার রোড শো করার কথা থাকলেও সময়ের অভাবে তা বাতিল হয়ে হয় | সেখান থেকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি |
এরপরেই বক্তব্য শেষে আদিবাসী মহিলাদের সাথে আদিবাসী নৃত্যে শামিল হন কেন্দ্রীয় মন্ত্রী | তারপর সেখান থেকে তিনি মালতিপুর ফুটবল ময়দানে এসে হেলিকপ্টার করে হেমতাবাদ এর উদ্দেশ্যে উড়ে যান স্মৃতি ইরানি |