Breaking News

শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যর জের, দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা কমিশনের

প্রসেনজিৎ ধর :- মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার পর এবার দিলীপ ঘোষ| আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যে বিজেপি সভাপতির প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন |বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত আটটা পর্যন্ত থাকবে ওই নিষেধাজ্ঞা | দিলীপ ঘোষ বরাহনগরের নির্বাচনী প্রচারে শীতলকুচি নিয়ে বলেছিলেন, “যে দুষ্টু ছেলেরা কোচবিহারের শীতলকুচিতে গুলি খেয়েছে, তারা থাকবে না বাংলায় | সবে শুরু হয়েছে | যারা ভেবেছে যে কেন্দ্রীয় বাহিনী বন্দুকটা দেখানোর জন্য নিয়ে এসেছে, তাঁরা বুঝেছে গুলির গরম কেমন | এটা সারা বাংলায় হবে | যদি কেউ আইন হাতে নিতে আসে তাঁকে যোগ্য জবাব দেওয়া হবে |” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে নোটিস দিয়ে দিলীপের জবাব তলব করেছিল নির্বাচন কমিশন | তিনি জবাবও দেন | তবে দিলীপের সেই জবাব নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে পারেনি বলেই খবর সূত্রের | যে কারণে এ দিন তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেয় কমিশন | এদিকে বিজেপি নেতা সায়ন্তন বসুকে নোটিস দিয়েছে নির্বাচন কমিশন | তাঁর মন্তব্যের জেরে নির্বাচনীবিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছে কমিশন | আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | দিন কয়েক আগেই এক সভাতে বিজেপি নেতা সায়ন্তন বসু দাবি করেছিলেন, “আমাদের সঙ্গে বেশি খেলতে আসবেন না | তাহলে আমরা শীতলকুচির মতো খেলা খেলব | প্রথমবারের জন্য ভোট দিতে গিয়ে নিহত হয়েছিল আনন্দ বর্মণ | উনি আমাদের এক শক্তি প্রমুখে ভাই | এর বদলা নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাদের | ওদের চারজনকে স্বর্গের রাস্তা দেখিয়ে দিয়েছি |” তাঁর এই মন্তব্যে নির্বাচনীবিধি ভঙ্গ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের | তবে জবাবে সন্তুষ্ট না হলে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া অবস্থান নেবে কমিশন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *