রজত সেন :- শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার | অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডে | পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যাবেলায় ৫১ বছরের সুচিত্রা সরকার ঘড়কুটো জ্বেলে আগুন পোহাচ্ছিলেন |
হঠাৎই অসাবধানতাবশত আগুন ধরে যায় তার শরীরের নিচের অংশে | ঘটনাস্থলেই অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা | এরপর পরিবারের লোকজনেরা তাঁকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন | তবে প্রতিবেশীদের দাবি,এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন রহস্য | তবে পরিবারের দাবি আগুন লেগেই মৃত্যু হয়েছে ওই মহিলার | ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ | এই ঘটনার পিছনে কোনও কারণ আছে কি নাকি নিছক দুর্ঘটনা সেই তদন্তে নেমেছে শান্তিপুর থানায় পুলিশ | এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে |