Breaking News

নির্বাচনে দফা কমার বার্তা নেই!সর্বদল বৈঠক শেষে জানিয়ে দিল নির্বাচন কমিশন,তবে মানতে হবে কোভিড বিধি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে ভোটের সময়ে করোনার সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে | আজ সর্বদল বৈঠকে শেষ তিন দফার ভোট একসঙ্গে করার জল্পনায় জল ঢেলে দেয় নির্বাচন কমিশন | স্পষ্ট জানিয়ে দেওয়া হল, কোভিড বিধি মেনে নির্ঘণ্ট অনুযায়ীই ভোট হবে | প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-র দাপটে গোটা দেশ,পরিস্থিতি উদ্বেগজনক বাংলায়ও | কোভিড সংক্রমণের দৌরাত্ম্যের মধ্যে সেই তিন দফার ভোট কীভাবে সামলানো যায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে এ দিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠকে বসে সমস্ত রাজনৈতিক দলগুলি | গেরুয়া শিবিরের পক্ষ থেকে এ দিন সর্বদল বৈঠকে হাজির হয়েছিলেন স্বপন দাশগুপ্ত এবং শিশির বাজোরিয়া, ভূপেন্দ্র যাদব |

সর্বদল বৈঠক শেষে স্বপনবাবু জানান, “পঞ্চম দফার পর ৬১ শতাংশ বিধানসভা আসনে ভোট হয়ে যাবে | বাকি ৩৯ শতাংশ প্রার্থীরাও যেন প্রচার করার সুযোগ পান | এই আবেদন তাঁরা জানিয়েছেন কমিশনে | একই সঙ্গে আসন্ন দফাগুলিতে ভোটের লাইন যেন আরও দীর্ঘ করা হয় যাতে শারীরিক দূরত্ববিধি বজায় রাখা যায় সেই আবেদন জানানো হয়েছে |”শেষ তিন দফার ভোট একসঙ্গে না হওয়ায় তৃণমূল যদিও কিছুটা হতাশ | সর্বদল বৈঠক শেষে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা প্রথম থেকেই বিস্মিত এখানে আট দফায় ভোট নিয়ে | এর ফলে কোভিড-সহ একাধিক উন্নয়নমূলক কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে মানুষের জীবনকে মূল্যবান মনে করি | আমরা প্রথম থেকেই কম দফায় ভোট চেয়েছিলাম | তিনদফার ভোট একদফায় হলে সবারই সুবিধা হবে|”অন্যদিকে সংযুক্ত মোর্চার তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রবীন দেব সর্বদল বৈঠকে যোগ দেন | সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরা চাইছি নির্দিষ্ট সূচি মেনেই নির্বাচন হোক| একটি নির্দিষ্ট রাজনৈতিক দল একসঙ্গে ভোট করতে চাইছে | তারপরও বলছি কমিশন যা সিদ্ধান্ত নেবে তা আমরা মেনে নেব | কমিশনের দেওয়া গাইডলাইন মেনেই আমরা প্রচার করব| কোভিড গাইডলাইনেও কোনও পরিবর্তন করেনি কমিশন | আগেরটাই রয়েছে|”তবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ‘কঠোরভাবে’ কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছে কমিশন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *