Breaking News

শীতলকুচি কাণ্ডে এবার সিবিআই তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা অধীর রঞ্জন চৌধুরীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতলকুচি কাণ্ডে সিবিআই-কে দিয়ে যাতে এই তদন্ত হয়, সেই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী | শীতলকুচি নিয়ে তদন্তের দাবিতে এই দ্বিতীয় মামলা দায়ের হল হাইকোর্টে | অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘‘চারটে জলজ্যান্ত মানুষের মৃত্যু হল | অথচ তা নিয়ে দু’টো রাজনৈতিক দলের তরজা চলছে| তাই সত্যি যাতে সামনে আসে সে জন্যই সিবিআই তদন্তের দাবি |” অধীরের দাবি, শীতলকুচি কাণ্ডের তদন্ত করার এক্তিয়ার নেই রাজ্য পুলিশের সিআইডির | তাঁর যুক্তি, গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী তাই নিরপেক্ষ তদন্তের জন্য তদন্ত সিবিআইকেই দেওয়া উচিত | অধীর রঞ্জন চৌধুরীর হয়ে এই মামলাটি লড়বেন আইনজীবী মইদুল ইসলাম | একই সঙ্গে স্বজনহারাদের আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে ওই মামলায়| সিআইডি তদন্তভার নেওয়া নিয়ে জিজ্ঞাসা করা হলে অধীর বলেছেন, “সিআইডি তদন্তের উপর ভরসা নেই | সিবিআই তদন্ত করলে সত্যি সামনে আসবে”| যদিও শীতলখুচি কাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই হাতে তুলে নিয়েছে সিআইডি | দায়িত্ব হাতে পাওয়ার পর একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে রাজ্যের এই গোয়েন্দা সংস্থা | এর মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্তের দাবি জানালেন বহরমপুরের কংগ্রেস সাংসদ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *