Breaking News

কামারহাটিতে বুথের মধ্যেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের!রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

প্রসেনজিৎ ধর :- পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভা কেন্দ্রে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের | শনিবার কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপির এজেন্ট অভিজিৎ সামন্তের মৃত্যু হয় | দলের তরফে অভিযোগ করা হয়েছে, অসুস্থ হয়ে পড়লেও তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা করেননি ভোটকর্মীরা | ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ওই বুথে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ | বিজেপির দাবি, শনিবার বুথের ভিতরে বমি করতে থাকেন অভিজিৎবাবু | অভিযোগ, সেখানে উপস্থিত ভোট কর্মীরা অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসাররা বিষয়টি দেখলেও প্রথমে গুরুত্ব দেননি | বেশ কিছুক্ষণ পর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে | সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করে | ইতিমধ্যেই মৃতের পরিবারে জানানো হয়েছে কান্নায় ভেঙে পড়েছেন তাঁরা | ঘটনায় প্রশ্নের মুখে ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা | কেন অভিজিতের অসুস্থতা নজরে পড়া সত্ত্বেও প্রথমেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না স্বাভাবিকভাবেই তা নিয়ে প্রশ্ন | ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন| নিছকই কোনও অসুস্থতার জেরে মৃত্যু, না কি অন্য কোনও রহস্য রয়েছে তা জানতে দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে কমিশন| দ্রুত ময়নাতদন্ত শেষ করে দেহ পরিবারের হাতে তুলে দিতে বলা হয়েছে প্রশাসনকে | ঘটনার জেরে ওই বুথে সাময়িক ভোটগ্রহণ বন্ধ থাকলেও তেমন কোনও প্রভাব পড়েনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *