নিজস্ব সংবাদদাতা, বর্ধমান :- পঞ্চম দফার ভোট শুরু হতেই বর্ধমানে ঝরল রক্ত উত্তেজনা ছড়াল বর্ধমান উত্তর কেন্দ্রের সরাইটিকার ভাসাপাড়াতেও |অভিযোগ, ভোটকেন্দ্রে যাওয়ার সময় মেরে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা | এই ঘটনায় গুরুতর জখম হন অজিত সরকার,অজিত সরেন নামে বিজেপির ২ এজেন্ট বলে অভিযোগ | আঘাত গুরুতর হওয়ায় তড়িঘড়ি জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে| আহত বিজেপির এজেন্ট অজিত সোরেনের কথায়, আমাদের বিজেপি এজেন্টদের উপর আচমকা তৃণমূলের গুন্ডারা এসে আক্রমণ চালায় | মেরে মাথা ফাটিয়ে দেয় | মহিলা বিজেপি কর্মীদেরও লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ |এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় গোটা এলাকায় | যদিও এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি তৃণমূল প্রার্থীর | তৃণমূলের দাবি,বিজেপি হেরে যাবে বুঝে গেছে তাই মিথ্যা বলছে | এই ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে |