Breaking News

বর্ধমানের রসিকপুরে এজেন্টকে খাবার দিতে যাওয়া বিজেপি কর্মীকে ড্রেনে ফেলে মারের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

নিজেস্ব সংবাদদাতা, বর্ধমান :- পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে রাজ্যের ৪৫ টি বিধানসভা আসনে | তবে সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে নানা কেন্দ্রে | এবার বিজেপি কর্মীকে মারধর করে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, এই ঘটনায় উত্তপ্ত বর্ধমান দক্ষিণ কেন্দ্রের রসিকপুরে | বিজেপির অভিযোগ, রসিকপুরের ৪৩ নম্বর বুথের দলীয় এজেন্টকে খাবার দিতে যাওয়ার সময় শান্তনু রায় নামক বিজেপি কর্মীকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ | কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস | বিজেপি কর্মীর শান্তনুর অভিযোগ,“যখন খাবার দিতে গেছিলাম তখন তৃণমূলের কয়েকজন এসে ঘিরে ধরে জানতে চায় কেন এসেছি | বললাম বিজেপি এজেন্ট মিলন পাঠককে খাবার দিতে এসেছি | এরপর তিন চারজন এসে চড়, থাপ্পড়-ঘুসি মেরে আমাকে ড্রেনে ফেলে দিল | আমি বিজেপি করি বলেই আমায় মারল |” ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রসিকপুর এলাকায়|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *