নিজস্ব সংবাদদাতা, নদিয়া :- পঞ্চম দফার ভোটের দিন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল নদিয়ার চাকদহ | এদিন রামলাল অ্যাকাডেমি স্কুলের ৪৪ এবং ৪৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় | প্রকাশ্য রাস্তায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক| হঠাৎই বুথের বাইরে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে, সাদা পাঞ্জাবির তলায় একটি বন্দুক নিয়ে দৌড়তে দেখা যায় | তা দেখেই ভোটারদের মনে আতঙ্ক ছড়ায় | আর এই ভয়ঙ্কর দৃশ্যকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় | তবে খোদ প্রার্থী দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘুরবেন, এমনটা বোধহয় খুব একটা দেখা যায়নি | রামলাল হাইস্কুলের কাছে তাঁকে বন্দুর হাতে ঘুরতে দেখে আতঙ্ক ছড়ায় নিকটবর্তী বুথের লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে | এ নিয়ে শোরগোল, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রকাশিত হতেই অবশ্য পিস্তলটি পাঞ্জাবির পকেটে লুকিয়ে হেঁটে যান তিনি | কেন ভোটের দিন সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরলেন নির্দল প্রার্থী? এই প্রশ্নের উত্তরে ওই নির্দল প্রার্থীর সাফাই, তাঁকে আক্রমণ করার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল একদল দুষ্কৃতী | প্রার্থীর লোকজনকে সামনে দেখে সে ছুড়ে পালিয়ে যায় | পড়ে থাকা ওই আগ্নেয়াস্ত্রই নাকি তিনি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন!তবে তৃণমূলের তরফে অভিযোগ, কৌশিক ভৌমিক বিজেপির অনুচর | তিনিই বন্দুক নিয়ে বুথের বাইরে ভয় দেখাচ্ছিলেন ভোটারদের | কৌশিক ভৌমিক নির্দল প্রার্থী হলেও, তিনি এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত| তবে এই কেন্দ্রে বিজেপি বঙ্কিমচন্দ্র ঘোষকে প্রার্থী করেছে | দলের একাংশে তাই নিয়ে ক্ষোভও তৈরি হয় | এরপরই কৌশিক ভৌমিক নির্দল প্রার্থী হয়ে এই আসন থেকে প্রার্থী হন |বিষয়টি নিয়ে জলঘোলা হতেই বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন |