Breaking News

শীতলকুচির পর দেগঙ্গাতেও চলল গুলি! এদিন শুন্যে চলে গুলি,কেন্দ্রীয় বাহিনী কোনও গুলি চালায়নি জানাল কমিশন

নিজেস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ফের একবার গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে | শীতলকুচির পর এবার দেগঙ্গা | দেগঙ্গার কুড়লগাছার ঘটনা,স্থানীয়দের অভিযোগ গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী | সিআরপিএফের তরফে অবশ্য দাবি, এলাকায় কোনও গুলি চালানো হয়নি | গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন | তবে তা কাউকে উদ্দেশ্য করে নয়, শূন্যে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা | শনিবার উত্তর ২৪ পরগনার ১৬ টি বিধানসভা কেন্দ্রে চলে ভোটগ্রহণ | দেগঙ্গার এক বুথে দুপুরে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা | সেখানকার কুড়লগাছা এলাকার একটি বুথের সামনে থেকে জমায়েত হঠাতে আচমকাই শূন্যে গুলি ছোঁড়ে নিরাপত্তায় মোতায়েন থাকা সিআরপিএফ বলে অভিযোগ | শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ভোটাররা | শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, মাটিতে গুলির দাগ, পড়ে রয়েছে খোল |

তাঁদের অভিযোগ, তাঁরা নিয়মশৃঙ্খলা মেনে, লাইনে দাঁড়িয়েছিলেন | এরপর আচমকাই শূন্যে গুলি চলার শব্দ পাওয়া যায় | এ নিয়ে তোলপাড় শুরু হতেই সিআরপিএফ স্পষ্ট জানিয়ে দেয়, গুলি চালানো হয়নি | নির্বাচন কমিশন এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায়| | কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, দেগঙ্গায় আজ কোনও গুলি চালানোর ঘটনা ঘটেনি | অযথা বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু গ্রামবাসী | দেগঙ্গার কুড়লগাছা এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় মোতায়েন রাখা হয়েছে বিশাল পুলিশ বাহিনী|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *