বাবলু প্রামাণিক ,দক্ষিণ ২৪ পরগণা :- এবার চোরাই সোনা উদ্ধার দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে | বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় প্রায় ৮ কিলো সোনার গহনা সহ দুজনকে গ্রেফতার করলো গুজরাট রেল পুলিশের স্পেশাল টিম| উদ্ধার হওয়া সোনার গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা |
ধৃতরা হল অশোক সরকার ও বিজন হালদার | ধৃতদের বাড়ি ক্যানিংয়ের বাহিরবেনা ও থুমকাঠি এলাকায় | পুলিশ সুত্রে জানা গেছে গত ৮ এপ্রিল গুজরাট রাজ্যে একটি চলন্ত ট্রেন থেকে ওই বিপুল পরিমাণ সোনার গহনা চুরি হয় | চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে গুজরাট রেল পুলিশ | পুলিশ সূত্র মারফত খবর পায় ধৃত ওই দুজনের | তাদের বাড়ির ঠিকানাও জোগাড় করে গুজরাট রেল পুলিশ | শুরু হয় তদন্ত | তদন্তের অগ্রগতি হতেই গুজরাট রেল পুলিশ বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ ক্যানিং থানার পুলিশের সাথে যোগাযোগ করেন | সেই মতো শুক্রবার রাতেই ক্যানিং থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের বাড়িতে তল্লাশি অভিযান চালায় গুজরাট রেলপুলিশ | ঘটনায় দুই অভিযুক্ত বিজন হালদার ও অশোক সরকারকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ |