Breaking News

বর্ধমান দক্ষিণে পারাপুকুরে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল,উত্তপ্ত গোটা এলাকা

নিজেস্ব সংবাদদাতা,বর্ধমান :- পঞ্চম দফায় দিকে দিকে বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে | এবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পারাপুকুরে বিজেপির বুথ ক্যাম্পে হামলার অভিযোগ উঠল| অভিযোগের তীর তৃণমূলের দিকে | জানা গেছে,বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পারাপুকুরে ৯৪ নম্বর বুথে অন্তর্গত একটি জায়গায় বিজেপির ক্যাম্প অফিস করা হয় | সেই ক্যাম্প অফিসে হামলা চালানোর ঘটনা ঘটে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে | গেরুয়া শিবিরের অভিযোগ, সেই সময় তিন-চারজন কর্মী সমর্থক সেই বুথে ছিল | কয়েকজন দুষ্কৃতী এসে তাদেরকে লাঠি, রড নিয়ে মারধর করে সেই ক্যাম্পাস ভেঙে দেয় বলে অভিযোগ বিজেপির তরফে | এরপরই বিজেপি পাল্টা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের | এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পারাপুকুর এলাকা | গোটা ঘটনায় আহত হন এক বিজেপি সমর্থক বলে অভিযোগ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *