সৌমিত্র গাঙ্গুলি, আসানসোল :- মর্মান্তিক ঘটনা | কালবৈশাখীর ঝড়ের ফলে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের, আসানসোলের বার্নপুরের হিরাপুর থানার রাধানগর রোডের খাটাল অঞ্চলের ঘটনা |স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কালবৈশাখী ঝড় শুরু হয় |এই ঝড়ের ফলে রাধানগর রোডের খাটাল এলাকায় একটি বড় গাছ দেওয়ালের ওপর আছড়ে পড়ে| সেই দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হন এক যুবক | জানা গেছে ওই যুবকের নাম রাজু সাউ |গুরুতর আহত রাজুকে এলাকার মানুষ উদ্ধার করে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় |সেখানকার চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন| এই ঘটনায় রাজুর পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে |