Breaking News

ভোটে অশান্ত হল শান্তিপুর,বোমাবাজির অভিযোগ,আহত ১ তৃণমূল কর্মী, কাঠগড়ায় বিজেপি

রজত সেন, নদিয়া :- নদিয়ার শান্তিপুরে ভোটগ্রহণ চলাকালীন বিজেপির বিরুদ্ধে বোমাবাজি ও গুলি করে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলল তৃণমূল | ঘটনায় এক তৃণমূল কর্মী আহত হয়েছে বলে দাবি তৃণমূলের | ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে | শনিবার দুপুরে শান্তিপুরের ১৭৫ নম্বর বুথ এলকায় মৌচাক কলোনিতে উত্তেজনা ছড়ায় | তৃণমূলের অভিযোগ, সকাল থেকেই এলাকায় বোমাবাজি করে উত্তেজনা ছড়াচ্ছিল বিজেপি | দুপুরে সেখানে তৃণমূল সমর্থকরা ভোট দিয়ে ফেরার সময় তাদের ওপর সশস্ত্র অবস্থায় হামলা চালায় বিজেপি কর্মীরা | বোমাবাজির পাশাপাশি ওয়ান শটার থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ | বোমাবাজির মধ্যে পড়ে আহত হন এক তৃণমূল সমর্থক | সন্তু বাউল নামে ওই তৃণমূল সমর্থকের হাতে আঘাত লাগে | তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় |সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর স্টেট জেনারেল হাসপাতালে| তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে | তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন হামলা চালিয়েছে | অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার দাবি করেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব | বিজেপির সঙ্গে কোনও যোগ নেই | ঘটনাস্থলে পৌঁছয় বিশাল কেন্দ্রীয় বাহিনী | কেন্দ্রীয় বাহিনীর টহলদারির পর এলাকা শান্ত হয় | তবে কাউকে আটক করেনি পুলিশ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *