Breaking News

করোনার জেরে আজ শিয়ালদহ শাখায় বাতিল ১৮ জোড়া লোকাল ট্রেন,বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা পূর্ব রেলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ক্রমশ বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা | সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেনই পাশাপাশি আক্রান্ত হয়েছেন রেলকর্মী থেকে শুরু করে আধিকারিকরাও | তাই এবার করোনা রুখতে উদ্যোগী হয়েছে পূর্ব রেল | আজ শিয়ালদহ ডিভিশনের ১৮ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে |যে ট্রেনগুলি বাতিল হয়েছে,তার মধ্যে রয়েছে শিয়ালদহ-ব্যারাকপুর,শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট,শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-হাবরা, শিয়ালদহ-নৈহাটি, রানাঘাট-নৈহাটি,শিয়ালদহ ঠাকুরনগর, শিয়ালদহ-কল্যাণী, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ক্যানিং, সোনারপুর-ডায়মন্ড হারবার, বারুইপুর-লক্ষ্মীকান্তপুর, বারুইপুর-ডায়মন্ড হারবার লাইনের কয়েকটি ট্রেন | রাজ্যে করোনা সংক্রমণের দাপট যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যুর হারও | বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ৩৪ জনের | নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেও বাড়ছে রোগীর চাপ। দৈনিক মৃতের সংখ্যাও ৩ এর বেশি। তবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৪৬৭ জনের| এই নিয়ে রাজ্যে মোট টিকাকরণ হল ৮৬ লক্ষ ৯ হাজার ৩০৫ জনের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *