দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোট আবহে রাজনৈতিক হিংসা অব্যাহত বাংলা জুড়ে | রাজ্যের পঞ্চম দফার ভোটের পরেও অব্যাহত অশান্তি |গতকাল দফায় দফায় অশান্তির খবর এসেছে সল্টলেক থেকে | এবার ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদে | বিজেপি এজেন্ট এবং কর্মীদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের | বিজেপির অভিযোগ, সল্টলেক দত্তাবাদ ডিয়ার ক্লাবের কাছে বিজেপির এজেন্টসহ পাঁচ বিজেপির কর্মীকে মারধর করে তৃণমূল সমর্থকেরা | এমনকি চপার দিয়ে তাদের আঘাত করা হয় বলে অভিযোগ তাদের | এই ঘটনায় তৃণমূল নেতা তথা বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য নির্মল দত্ত ও তার অনুগামীদের দিকে অভিযোগের তির উঠেছে | তারাই মারধর করেছে বলে দাবি করেছেন বিজেপির কর্মী-সমর্থকদের | এমনকি তাঁদের অভিযোগ, পুলিশের সামনেই তাদেরকে মারধর করা হয় | গোটা ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ| বিজেপি কর্মীরা বলেন, গতকাল তাঁরা বুথের এজেন্ট হিসেবে কাজ করেছিল | এরপরই নির্মল দত্তের প্ররোচনায় তার অনুগামীরা আজ তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ | যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস | গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে | ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ |