প্রসেনজিৎ ধর :- “বাংলায় পাঁচ দফা নির্বাচন হয়েছে | এর মধ্যেই ১২২ আসনে জয় নিশ্চিত করে ফেলেছে বিজেপি |“ রবিবার বর্ধমানের জামালপুরের সভা থেকে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| রাজ্যে ইতিমধ্যে পঞ্চম দফার নির্বাচন হয়েছে,বাকি রয়েছে আরও ৩ দফার ভোট | আর তার মধ্যেই রবিবার আত্মবিশ্বাসের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ বলেন, এই ৫ দফায় বিজেপি ১২২ আসনে জয় পাচ্ছে বিজেপি | এদিন বর্ধমানের জামালপুরের সভা থেকে অমিত শাহ কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল কংগ্রেসকে | অমিত শাহ বলেন, ‘তৃণমূল বাংলায় ১০ বছর ধরে বোমা, গুলি, বন্দুকের জোরে সরকার চালিয়েছে | বিজেপি ক্ষমতায় এসে বাংলার উন্নয়ন করবে | সোনার বাংলা উপহার দেওয়া হবে বাংলার নাগরিকদের | বিজেপি ক্ষমতায় এসে বাংলার ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী বানাবে|’ এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আরও সংযোজন, ‘নন্দীগ্রামে দিদির হার নিশ্চিত,শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বড় ব্যবধানে জিতছে | আর ২ মের আগে দিদির পায়ের চোট ঠিক হতেই হবে | কারণ ২ মে দিদিকে পায়ে হেঁটে গিয়ে ইস্তফা দিতে হবে |’অমিত শাহের কথায়, “পাঁচ দফা নির্বাচনের পরই মমতা দিদির গলার সুর বদলে গিয়েছে|” বিভিন্ন সময় দেখা তৃণমূল সুপ্রিমো বহিরাগত ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেঁধেন | এদিন সে কথাও তুলে আনেন শাহ। তাঁর কথায়, “দিদি কথায় কথায় আমাদের বহিরাগত বলেন | কিন্তু দেশের প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বহিরাগত হয়? তাঁদের কি রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার অধিকার নেই |”