Breaking News

নদিয়ার শিমুরালিতে উদ্ধার বিজেপি কর্মীর দেহ! অভিযোগের তির তৃণমূলের দিকে, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

রজত সেন, নদিয়া :- ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়া | নদিয়ার চাকদহ থানার শিমুরালিতে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় | তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে গেরুয়া শিবির | যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের |
পঞ্চম দফার ভোটে দফায় দফায় অশান্তির ছডিয়ে পড়েছিল নদিয়ায়| ভোট পরবর্তী হিংসাও ছড়িয়ে পড়ল সেখানে | জানা গেছে,রবিবার সকালে বাড়ি লাগোয়া বাগানে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় | মৃতের নাম দিলীপ কীর্তনিয়া। চাকদহ থানার রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুরালি মণ্ডলপাড়ার ঘটনা | জানা গেছে, পঞ্চম দফার বুথে গতকাল শিমুরালির ২১১ নম্বর বুথে ভোট প্রক্রিয়া চলাকালীন লাইন ঠিক করছিলেন দিলীপ | সেই সময় তাঁকে বিজেপির এজেন্ট ঋষিপন বিশ্বাসের সামনেই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ | এরপর আজ সকালে বাড়ির অদূরে বাগানে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন | সেইসময় তাঁর কান এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই অবস্থায় তাঁকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে দিলীপের | তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে বিজেপি | যদিও এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের | দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী | পুলিশ বাহিনীর সামনেই ক্ষোভ দেখাতে শুরু করে দেয় বিজেপির কর্মী-সমর্থকরা | বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূলের গুন্ডারা মেরেছে তাঁদের কার্যকর্তা দিলীপ কীর্তনীয়াকে | ভোটে হেরে যাবে বুঝে গেছে তৃণমূল | তাই রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে এখন বিজেপি কর্মীদের খুন করছে তৃণমূলের গুন্ডারা |

দলীয় কর্মীকে খুনের প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি নেতা- কর্মীদের | রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *