দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ‘মোট ১৮০ আসনে ভোট হয়েছে এর মধ্যে আমরা ১২৫ আসন পাব এখনও পর্যন্ত |’পঞ্চম দফা ভোটের পরের দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনটাই বললেন আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | এদিন দিলীপ ঘোষ বলেন, ‘একেবারে হিসাব করে ২০০ সিটে যেরকম চেয়েছিলাম, সেরকম ইলেকশন হচ্ছে | যারা চাইছে আমাদের হারাবে তারা এখন ছেড়ে দিতে পারলে বাঁচে | ওঁদের অনেকেই বলছে একসঙ্গে করে দাও আমরা সভা করব না | কেউ না এলে সভাটা করবে কি করে! মিটিং করতে হলে খরচা আছে | বক্তারা তথা নেতারা কেউ বের হচ্ছে না, তাই বলছে সব গুটিয়ে দাও রেজাল্ট হয়ে গেছে! টাইমটা তো পুরো করতে হবে |’এরই পাশাপাশি শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা পুলিশের কাজ বলে দাবি করেন দিলীপ ঘোষ | তিনি বলেন, ‘সেন্ট্রাল ফোর্সের কাজ শান্তিপূর্ণভাবে ইলেকশন করানো | তারা সেই ভাবেই ভোট করাচ্ছে| না হলে ৮০ শতাংশ এর বেশি ভোট হত না | আর শহরতলিতে যে জায়গাগুলো গুন্ডা দিয়ে লোককে ভয় দেখিয়ে ভোট করানো হতো, সেখানে এবারও ভয় দেখানোর চেষ্টা হচ্ছে | কিন্তু এবারে আর মানুষ ভয় পাচ্ছে না বাহিনী ঠিকঠাক ভাবেই পরিচালনা করছে সেই জন্যই ঝামেলা হচ্ছে না |যেখানে পুলিশের এক্তিয়ার রয়েছে সেখানে গন্ডগোল হচ্ছে | কারণ, পুলিশ গুন্ডাদের পুরনো সম্পর্ক আছে | আগের বোঝাপড়া থাকায় তাঁরা কিছু বলতে পারছে না |’ এমনকি পুলিশের সামনেই বাড়িঘর ভেঙে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে এদিন অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি | ক্যামেরার সামনে ওরা ভাঙছে আর পুলিশ জানতে পারছে না | তবে এসবেও কিছু হবে না| সারা দুনিয়াকে দেখাতে চাই বিজেপির প্রোগ্রাম হবে এবং আমরা বড় বড় ঝান্ডা লাগাব |’