Breaking News

করোনা ক্রমশ বাড়ছে! উদ্বেগ প্রকাশ করে বাংলায় নির্বাচনী প্রচারসূচি বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ | আর বাড়তে থাকা কোভিড সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী | এমন পরিস্থিতিতে আমজনতার কথা মাথায় রেখে রাজনৈতিক সমাবেশ করতে রাজি নন কংগ্রেস নেতা | তাই রাজ্যে আর ভোট প্রচারে আসবেন না রাহুল গান্ধী | রবিবার টুইট করে নিজেই এই সিদ্ধান্তের কথা জানালেন রাহুল |

এদিন টুইটে রাহুল গান্ধী লেখেন, ‘বাংলায় যেভাবে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ছে তার জেরেই আমার সমস্ত রাজনৈতিক সভা, মিছিল বাতিল করছি| করোনা পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক সমাবেশের ফলে আরও বেশী করে ছড়িয়ে পড়তে পারে করোনা | তাই সব রাজনৈতিক দলগুলিকেও বড় সভা, সমাবেশ বন্ধ রাখার জন্য ভেবে দেখার আবেদন করছি |’ কয়েকদিন আগেই বঙ্গে ভোট প্রচারে রাহুল গান্ধী উত্তরবঙ্গে ২ টি জনসভা করে গিয়েছিলেন | উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এবং মাটিগাড়ায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সভা করেছিলেন | প্রসঙ্গত, শেষ ৩ দফা ভোটের আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সভা করার কথা ছিল তাঁর | বিধানভবন সূত্রে খবর ছিল, মূলত বাদুড়িয়া, নোয়াপাড়া, মালদহ ও মুর্শিদাবাদে জনসভা করার কথা ছিল তাঁর | কিন্তু কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে সেই অনুষ্ঠান সূচি বাতিল করলেন তিনি | এমনকি অন্যান্য রাজনৈতিক দলকেও প্রচার থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন রাহুল | রাহুল গান্ধীর প্রচার কর্মসূচী বাতিল হওয়ায় কিছুটা হলেও হতাশ কংগ্রেস কর্মীরা | তাঁর কর্মসূচি স্থগিত করার ফলে রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধীর প্রচারে আসা নিয়ে ধন্দ তৈরি হল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *