নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর:- বঙ্গে নির্বাচন চলছে | আরও বাকি তিন দফা নির্বাচন | এইবার নির্বাচনী প্রচারের নামে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তৃণমূলের দুই কর্মীকে এলাকায় আটক করল বিজেপি কর্মী ও সমর্থকেরা | পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন তাঁরা |রবিবার বিকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গি কালাইবাড়ি এলাকায় | জানা গেছে,রবিবার বিকালে তৃণমূল প্রার্থীর প্রচারে কালাইবাড়ি এলাকায় প্রচারে আসেন একজন মহিলা ও একজন পুরুষ কর্মী | তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তের সমর্থনে এলাকায় এলাকায় লিফলেট দিয়ে প্রচার করছিলেন তাঁরা| সেই সঙ্গেই এক হাজার টাকা করে বাড়ি বাড়ি দেওয়া দিচ্ছিল বলে অভিযোগ বিজেপির | একজনের বাড়িতে এই টাকা বিলি করার সময় তাঁদের হাতেনাতে ধরা হয় বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা| এরপর অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় | এরপর বালুরঘাট থানার পুলিশ গিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁদের প্রচার বন্ধ করতে বলেন | যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস |