Breaking News

বি.টি.রোডে মক পোলিং চলাকালীন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের উপর হামলার অভিযোগ,অভিযোগের তির তৃণমূল কর্মীদের দিকে

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোট বঙ্গে রবিবার আক্রান্ত হলেন মানিকতলার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে | বি.টি.রোডে মক পোলিং চলাকালীন কল্যাণ চৌবের উপর হামলার অভিযোগ উঠেছে | আগামি ২৯ এপ্রিল শেষ দফার ভোট, তার আগে এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল | সেই সময় রবীন্দ্রভারতীর সামনে কর্মীদের খবর নিতে হাজির হয়েছিলেন কল্যাণ চৌবে|অভিযোগ তাঁকে ঘিরে ধরে আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা | ছিঁড়ে দেওয়া হয় জামা বলে অভিযোগ | আর পুরোটাই হয় পুলিশের সামনেই | আর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বিটি রোড এলাকা | জানা গেছে,রবিবার নিয়মমাফিক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলছিল মক পোলিং ট্রেনিং | তাতে উপস্থিত ছিলেন সমস্ত দলের কর্মীরা | সেখানেই দুপুর তিনটে নাগাদ দলের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কল্যাণ চৌবে | তখনই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি | বিজেপি প্রার্থীর অভিযোগ, এই সময় তাঁর উপর চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী | তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ |এমনকি ছিঁড়ে দেওয়া হয় জামা বলেও অভিযোগ |

শেষপর্যন্ত পুলিশ এসে কল্যাণ চৌবেকে উদ্ধার করে অন্য একটি ঘরে নিয়ে যায় | পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় বিজেপি প্রার্থীকে | ঘরে বসে উচ্চপদস্থ নেতাকে ফোন করেন কল্যাণ | তৃণমূলের কাছ থেকে ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে, দলের তরফে ব্রাত্য বসু বলেন, ‘যে কোনও দলের প্রার্থীর ওপর হামলার ঘটনা নিন্দনীয়’, এই বিষয়টি খতিয়ে দেখা হবে, আশ্বাস ব্রাত্য বসুর |ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোড এলাকা | এরপর বি.টি.রোড অবরোধও করে বিজেপির কর্মী-সমর্থকরা | শেষপর্যন্ত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী | তারপরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি | ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন কল্যাণ চৌবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *