Breaking News

ভোট বঙ্গে দল বিরোধী কাজের অভিযোগ! এক ডজন নেতাকে শো-কজ করল তৃণমূল কংগ্রেস

দেবরীনা মণ্ডল সাহা :- ভোট মরশুমে দলবিরোধী কাজের জন্য একযোগে একডজন নেতাকে শো-কজ করল তৃণমূল কংগ্রেস | মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্য ও তৃণমূল নেতা শোকজ করল জেলা নেতৃত্ব | তাঁদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছে |রবিবার বিকেলে বহরমপুরে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে শোকজের বিষয়টি জানান তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান | আবু তাহের খান জানান, রাফিকা সুলতানা, মইদুল ইসলাম, বৈদ্যনাথ দাস-সহ মোট বারো জন নেতৃত্বকে শোকজ নোটিস দেওয়া হয়েছে | বহুবার তাঁদের সতর্ক করা হয়েছে। কিছু ক্ষেত্রে লাভ হলেও কয়েকজন এখনও দল বিরোধী কাজ করে যাচ্ছেন | সেই কারণেই জেলা পরিষদের সহকারী সভাধিপতি বৈদ্যনাথ দাস-সহ মোট ৭ জন সদস্যকে শোকজ করে চিঠি পাঠানো হয়েছে | তৃণমূলের দলীয় সূত্রে খবর, রাফিকা সুলতানা কিছুদিন আগে দলের অন্য নেতা মইদুল ইসলামের উপর অভিযোগ আনেন তিনি তৃণমূলের তরফে প্রার্থী হওয়ায় প্রতিহংসাবশত রাফিকার অশ্লীল ছবি ও ভিডিয়ো ভাইরাল করে দেন | এরপরেই রফিকা দলের কাছে অভিযোগ জানান এবং তিনি তৃণমূলের তরফে নির্দল হিসেবে প্রার্থী মনোনীত হন | অন্যদিকে, অভিযুক্ত নেতা মইদুলও দলের হয়ে কাজ না করে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে যোগ দেন | এর জেরে রীতিমতো প্রকাশ্যে চলে আসে তৃণমূলের দলীয় কোন্দল | পাশাপাশি, জেলা তৃণমূলের সহকারি সভাপতি বৈদ্যনাথ দাস কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন | কিন্তু, তারপরেই আবার মত পরিবর্তন করে ‘ঘরওয়াপসি’ চেয়ে চিঠিও লেখেন | এর জেরেই মূলত শো-কজ করা হয় বৈদ্যনাথকে | এই তিনজন ছাড়াও এই তালিকায় রয়েছেন পাঁচ পঞ্চায়েত সমিতির সদস্য দুই পুরপ্রশাসক ও দুই জেলা নেতৃত্ব | কয়েকদিনের মধ্যে চিঠির যোগ্য জবাব না দিলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *