Breaking News

সভা চলাকালীন বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি!গুলিবিদ্ধ মালদহের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা,তিনি হাসপাতালে চিকিৎসাধীন

অভিষেক সাহা, মালদহ :- গুলিবিদ্ধ হলেন মালদহের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা | রবিবার সন্ধ্যায় সভায় বক্তব্য রাখার সময়ই গুলিবিদ্ধ হন তিনি | গলায় গুলি লেগেছে তাঁর | গুরুতর আহত অবস্থায় বিজেপি প্রার্থীকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি | ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি | মালদহে বিধানসভা আসনে ভোট আগামী ২৯ এপ্রিল অর্থাৎ শেষ দফায়| জানা গেছে, এদিন সন্ধে নাগাদ ওল্ড মালদহের মঙ্গলবাড়ি এলাকায় সভা করছিলেন বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা | সভায় তেমন ভিড় ছিল না | প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালবাবুর বক্তব্য রাখার সময় আচমকা মোটর বাইক নিয়ে ঢোকেন দুই ব্যক্তি| তারাই বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ | সঙ্গে সঙ্গে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি |শুরু হয় হুড়োহুড়ি | এর মধ্যে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কর্মীরা | বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের অভিযোগ, তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে | এই ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন| যদিও ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী | যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও | সেখানেই হয়তো তাঁর অস্ত্রোপচার করা হবে কিংবা কলকাতায় স্থানান্তরিত হতে পারে | তবে এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে | ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। তবে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *