দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক|আর তাই ‘রমজানের পর কোভিড পরিস্থিতি কমলে ভোট হোক’,নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনই আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | ভোটের বাংলায় করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে | লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও | এমনকি যাঁরা নির্বাচনে লড়ছেন, রেহাই পাচ্ছেন না প্রার্থীরাও | মাত্র কয়েকদিন আগেই একদিনের ব্যবধানে করোনার কারণে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী |
এদিন চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন ‘করোনা ভয়াবহভাবে বেড়েছে | পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক | এখনও মালদহ ও মুর্শিদাবাদে ভোট বাকি | করোনার কারণে মুর্শিদাবাদে দু’জন প্রার্থী মারা গিয়েছেন | তাই রমজানের পর পরিস্থিতি একটু কমলে ভোট হোক|’ সেইসঙ্গে রাজ্যে ভ্যাকসিনের অপ্রতুলতার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন অধীর রঞ্জন চৌধুরী | এমনকি করোনা পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের যাবতীয় প্রচার বাতিল করেছেন | এরই মধ্য কমিশনের কাছে এখন কার্যত ভোট বন্ধ রাখার আর্জি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী | করোনা টেস্টের পর তিনি নিজেও এখন হোম আইসোলেশনে আছেন |