Breaking News

খিদিরপুরে রুদ্রনীলের প্রচারে ইটবৃষ্টি, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের প্রচারে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের| সোমবার খিদিরপুর ৭৭ নম্বর ওয়ার্ডে প্রচার সারছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী| সেখানে বিনা প্ররোচনায় তাঁদের উপর ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ | বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে | এদিকে অভিযোগ অস্বীকার ঘাসফুল শিবিরের | প্রসঙ্গত,২৬এপ্রিল কলকাতার ভবানীপুর কেন্দ্রে ভোট | তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রে টলিউড তারকা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির | সোমবার খিদিরপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডের সেন্ট থমাস স্কুলের সামনে ঘটনাটি ঘটে| অভিযোগ, রুদ্রনীল ঘোষের মিছিল লক্ষ্য করে রীতিমতো ইটবৃষ্টি করা হয় | পাথর, ঢিল ছোঁড়া হয় | মহিলারাও রেহাই পাননি | কোনও জায়গায় প্রচার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ | পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ এনে রুদ্রনীল বলেন, “এটা কি পশ্চিমবঙ্গ?” ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই দায়ী বলে অভিযোগ করেছেন বিজেপির তারকা প্রার্থী | এদিকে তৃণমূলের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় | তিনি জানান,’রুদ্রনীলের উপর কোনও হামলা হয়নি | তৃণমূলের প্রত্যেক কর্মীকে নির্দেশ দেওয়া আছে যাতে তাঁরা কোনও দলের প্রার্থীকে প্রচারে বাধা না দেন |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *