দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এ রাজ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-র মাঝেই ভোট চলছে | করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হক | কয়েকদিন পরে জঙ্গিপুর বিধানসভা সংযুক্ত মোর্চা প্রার্থী মারা যান একই কারণে | এদিন নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, একুশের নির্বাচনের ফল ঘোষণার পর, ১৩ মে ভোট হবে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে | সেদিন আবার ইদ | ইদের কারণে মুর্শিদাবাদের দুটি আসনে নির্বাচনের দিন বদলের দাবিতে এবার কমিশনের দ্বারস্থ বামেরা | সিপিএম নেতা রবীন দেবের দাবি, বিষয়টি বিবেচনার করে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক | কমিশনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও | এ নিয়ে অসন্তুষ্ট মমতা বলেন, “নির্বাচন কমিশনের কাছেও নিশ্চয়ই ক্যালেন্ডার আছে | আমি আর কী বলব বলুন | তবে আমরা এ ব্যাপারে চিঠি দেব | এখন নয় | সময় মতো চিঠি দেওয়া হবে কমিশনকে |”সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে আগামী ১৩ মে | ২৬ এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ তারিখ | পরদিন ২৭ এপ্রিল হবে স্ক্রুটিনি | ২৯ এপ্রিল থাকছে মনোনয়ন প্রত্যাহার করার দিন | সব মিটে গেলে ভোট হবে ১৩ মে | তারপর ১৮ মে’র মধ্যে ফল প্রকাশ করতে হবে | নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুটি বিধানসভা আসনে পরিবর্তিত ভোটের দিন এবং ফলাফলের তারিখ সম্পর্কে| একই সঙ্গে জানা গিয়েছে, এই দুটি আসনে যে রাজনৈতিক দলের প্রার্থী মারা গিয়েছেন, শুধুমাত্র তারাই প্রার্থী দিতে পারবে | বাকি যে সব প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন, তাদের ক্ষেত্রে প্রার্থী বদল করার কোনও সুযোগ থাকছে না |