প্রসেনজিৎ ধর :- রাজ্যে শেষ তিন দফা ভোটের আগে ফের রদবদল রাজ্য পুলিশে | বদলি করা হল পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ও আসানসোলের সিপিকে | আরও জানা যাচ্ছে, বীরভূমের এসপি ও বোলপুরের এসডিপিওকেও সরিয়ে দেওয়া হচ্ছে | নির্বাচনের যে কোনও কাজের সঙ্গেই তাঁরা আর যুক্ত হতে পারবেন না, জারি করা হল নির্দেশিকাও | সূত্রের খবর, তাৎপর্যপূর্ণভাবে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্বে আনা হল নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে | বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচনী বিধি মেনে পুলিশ আধিকারিকদের রুটিন বদলি হয়েছিল নির্বাচন কমিশনের তরফে | সেসময়ে বীরভূমের এসপি শ্যাম সিংকে বদলি করে আনা হয়েছিল মীরাজ খালিদকে| ভোটের মাঝেই আবার এই পদে বদল করল কমিশন | মীরাজ খালিদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল আইপিএস নগেন্দ্র ত্রিপাঠীকে | রাজনৈতিক মহলের মহলের একাংশের মত, এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, উত্তেজনাপ্রবণ বীরভূম জেলাকে এবারের ভোটে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে | বিশেষত এখানকার দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে আগেই নজরবন্দি করা হয়েছে| তাঁর প্রতিটি গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে | নগেন্দ্র ত্রিপাঠীকে এই জেলার দায়িত্ব দেওয়ার অন্যতম কারণ এটাই | বীরভূম জেলার ১১ টি কেন্দ্র ভোট শেষ দফায়, ২৯ এপ্রিল | পূর্ব বর্ধমানের ৮টি কেন্দ্রে ভোট আগামী ২২ তারিখ | তার আগে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে দিল কমিশন | তাঁর বদলে পুলিশ সুপার পদে দায়িত্ব নেন অজিত কুমার সিং |আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি ছিলেন সুকেশ জৈন | তাঁর বদলে এলেন মিতেশ জৈন| এখানে ভোট সপ্তম দফায়, ২৬ তারিখ| বোলপুরের নতুন এসডিপিও হলেন নাগরাজ দেবরাকোন্দা|এতদিন এই পদে ছিলেন অভিষেক রায় |