Breaking News

ভোটের মধ্যেই করোনার কবলে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র,আক্রান্ত নির্বাচন কমিশনার রাজীব কুমারও!বাড়িতে থেকেই করছেন কাজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনাভাইরাস আক্রান্ত খোদ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র | সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার | তাঁরা বাড়িতে থেকেই কাজ করছেন | গত ১৩ এপ্রিল সুনীল অরোরার জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন সুশীল চন্দ্র | বাড়িতে থেকেই কার্যভার গ্রহণ করেছিলেন তিনি | তখনই তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল | নির্বাচন কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র ও রাজীব কুমারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন | নির্বাচন আধিকারিকদের সঙ্গে বিডিও কনফারেন্স-এর মাধ্যমেই নিয়মিত বৈঠক করছেন তাঁরা | নির্বাচন চলাকালীন করোনায় প্রাণ হারিয়েছেন ২ জন প্রার্থী | রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল শেষ ৩ দফার নির্বাচন একসঙ্গে করার দাবি তুলেছিল | যদিও তাতে নারাজ বিজেপি | তাই নিয়েও চলছে সমালোচনার ঝড় | তারই মাঝে ভোট পরিচালনার দায়িত্ব যে সংস্থার, তারই শীর্ষ দুই কর্তার আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বাড়ল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *