প্রসেনজিৎ ধর :-গত নভেম্বর মাসে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তণ খাদ্যকর্মদক্ষ জিরাজ খান।যোগ দেওয়ার দু মাসের মধ্যে মোহভঙ্গ।বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন সিরাজ খাঁ। আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন সিরাজ।
তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন,ভালো কাজ করতে গেলেও বাধার মুখে পড়তে হয়েছে আমায়। কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল যেভাবে মানুষের জন্য কাজ করছে আমি সেইভাবে মানুষের কাজ করতে চাই। আমার ভুল আমি বুঝতে পেরেছি। তৃণমূল গরীব মানুষের জন্য ভাবে। আমি সেই গরীব মানুষের জন্য কাজ করতে চাই।বিজেপি বড়ো লোকের পার্টি গরীবের না।রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য কাজ করছেন,আমি বিজেপিতে গিয়ে ভুল করেছি তাই তৃণমূলে ফিরে মমতা ব্যানার্জির সাথে হাত মিলিয়ে গরিব মানুষের জন্য কাজ করবো।নাম না করে শুভেন্দুর উদ্যেশে বলেন আমাকে কাজ করতে দেয় নি।উনি বলেন আমি আমি করি না যদি সেটাই সত্যি হতো তাহলে সৌমেন মহাপাত্র কে কেন পিংলায় যেতে হলো। শিশির বাবু ও শুভেন্দু অধিকারী আমাকে টিকিট দেবে বলে দেয় নি।আমাদের সরকার হলে কাজ পাবে বেকার ছেলেরা।কৃষি জমিতে মাছ চাষ করবো আমি বলছি।লক্ষ লক্ষ লোক কাজ পাবে মাছ চাষে আমি একজন মৎসজীবী হয়ে বলছি।