নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার টিটাগড় | এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর,আহত এক |জানা গেছে,|মঙ্গলবার রাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের জে.সি.রোড এলাকার একটি ঘর |বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ধামাকায় বাড়িটির ছাদ উড়ে যায় | ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজকুমার যাদব নামের এক ব্যক্তির | নিহত ব্যক্তি পেশায় গাড়িচালক ছিলেন ওই ব্যক্তি | বিস্ফোরণে আরও এক ব্যক্তি আহত বলে খবর | তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে | ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ | কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে | মনে করা হচ্ছে যে নির্বাচনে অশান্তি ছড়াতেই বোমা তৈরি করা হচ্ছিল | তদন্তে নেমে পুলিশের নজরে এসেছে, ঘরটিতে যত্রতত্র ছড়িয়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম | ফলে ঘরটিতে বোমা বানানো হচ্ছিল এমন সম্ভাবনাও উঠে আসছে | এলাকাবাসী ওই দুজনের সম্পর্কে মুখ খুলতে চাননি | এনিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, পুলিশ কোনও কাজ করেছে না | টিটাগড়ে বোমা বানাতে গিয়ে একজনের মৃত্যু হল, একজন আহত হল | এখানে যেভাবে বোমা মজুত করা হচ্ছে তাতে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবেন তা নিয়েই তাঁরা আতঙ্কিত |প্রসঙ্গত, বৃহস্পতিবার টিটাগড়ে ভোট | তার আগে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো চঞ্চল্য চড়িয়েছে এলাকায় |