নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পারগণা :- ভোটের আগে সন্ত্রাসের আবহ জগদ্দলে | এবার একেবারে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির কাছেই বোমাবাজির অভিযোগ |মঙ্গলবার মাঝরাতে জগদ্দল থানার মেঘনা মোড়ের কাছে পর পর দুটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ | এদিকে কাছেই বিজেপি সাংসদের বাড়ি ও দলীয় কার্যালয় | গোটা ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়ায় এলাকায় | বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাটপাড়া, জগদ্দল এলাকায় সন্ত্রাস চালাচ্ছে | জানা গেছে,গতকাল রাতে অর্জুন সিংয়ের বাড়ি সামনে বোমাবাজি করে কিছু দুষ্কৃতী | মেঘনা মোড়ে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা | ঘটনার পর সাংসদের বাড়ির সামনে শুরু হয় পুলিশি তল্লাসি | এই তল্লাসিকে ঘিরে পুলিসের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং | তাঁর দাবি অকারণে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে | এ নিয়ে অর্জুন সিং বলেন,
‘ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে | কিন্তু এলাকায় যে পুলিশ আধিকারিক রয়েছেন তাঁদের দিয়ে এলাকায় শান্তি ফেরানো সম্ভব নয় | পুলিশ দলদাসে পরিণত হয়েছে |’এ নিয়ে তৃণমূল নেতা তাপস রায় বলেন, অর্জুন সিং তো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করবেই | একে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না | কিন্তু ভাটপাড়া, জগদ্দল ২০১৯ এর পরে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে গুলি বোমা, মানুষের মৃত্যু রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে | তাই ওখানে কে কী করতে তার তদন্ত পুলিশ করবে |’ এদিকে মঙ্গলবার রাতের ঘটনার পর বুধবারও এলাকা থমথমে রয়েছে | বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি রয়েছে | বৃহস্পতিবার ভোটের আগে এই বোমাবাজির জেরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ক্রমশ |