দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র | যদিও বুধবার বিকেলে চিকিৎসকরা জানান, আপাতত ভাল আছেন তিনি, ঘুমিয়েছেন | শ্বাসকষ্ট এখন আর নেই | বুকের এক্স-রেও করা হয়েছে | সূত্রের খবর, মঙ্গলবার থেকে ফের শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর | বুধবার তা গুরুতর অবস্থায় পৌঁছয়। ব্লাড প্রেসারের সমস্যা হচ্ছিল | সোডিয়ামের মাত্রাতেও কিছুটা গোলমাল দেখা যায় | এরপরই শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে | উডবার্নে রাখা হয়েছে এই তৃণমূল নেতাকে | আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি| চিকিৎসক নীলাদ্রি সরকার, এ কে পাল ও ঋতব্রত মৈত্র দেখছেন তাঁকে | তার রিপোর্টেও খারাপ কিছু আসেনি | আরও কয়েকটা পরীক্ষা করা হয়েছে | তার রিপোর্ট হাতে এলে মদন মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানা যাবে | তবে এদিন হাসপাতালেই থাকছেন তৃণমূলের এই নেতা | বৃহস্পতিবার কিংবা শুক্রবার বাড়ি ফিরতে পারেন তিনি|প্রসঙ্গত,এর আগে পঞ্চম দফা ভোটের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি | সেদিন স্থানীয় এক কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছিল |সেবার চিকিৎসকরা বলেছিলেন ভয়ের কিছু নেই, ভোটের দিন একটু বেশি স্ট্রেস এবং প্রখর গরম থেকেই এটা হয়েছিল সেদিন | সুগার-প্রেসার সব ঠিকই আছে বলেও জানানো হয়েছিল চিকিৎসকদের তরফে | পরে একবার ইসিজি করানোর পরামর্শও দেওয়া হয়েছিল সেবার |