নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ষষ্ঠ দফা ভোটে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগণার অশোকনগর| বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | অন্যদিকে তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী | গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী বলে অভিযোগ | যদিও অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর | ভোটের দিন অন্যান্য জায়গার মতো বিক্ষিপ্ত অশান্তি চলে অশোকনগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় | এদিন সকাল থেকে বুথ পরিদর্শন করছিলেন তৃণমূলের প্রার্থী নারায়ণ গোস্বামী ও বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী |অভিযোগ, বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী অশোকনগরের ৭৯,৭৯এ, ৮০, ৮০ এ বুথে গিয়ে বাধার মুখে পড়েন | অভিযোগ, সেখানে ব্যাপক বোমাবাজি করে তৃণমূল | পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় | প্রায় ৪০ মিনিট একটি বুথে আটকে পড়েন বিজেপি প্রার্থী | দীর্ঘক্ষণ পর শান্ত হয় এলাকা | যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর | তাঁর পাল্টা অভিযোগকেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে | তাঁর দাবি, শীতলকুচির মতোই অশোকনগরেও নির্বিচারে গুলি চালিয়েছে বাহিনী | গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী | তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে | যদিও গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি বাহিনীর | অভিযোগ পালটা অভিযোগে উত্তপ্ত অশোকনগর |