Breaking News

‘সার্কুলার নয়, পদক্ষেপ চাই’, করোনাকালে কমিশনকে তুলোধনা কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- করোনাকালে ভোটে আর সেই সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট | বৃহস্পতিবার কমিশনকে কার্যত তুলোধোনা করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণণ | তাঁর কথায়, মহামারী পরিস্থিতিতে শুধুমাত্র সার্কুলার দিয়ে জনগণকে সতর্ক করে দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন | করোনার জেরে প্রচার বন্ধের দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে | সেই শুনানিতে বৃহস্পতিবার কমিশনকে তুলোধোনা করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি | টিবি রাধাকৃষ্ণণের পর্যবেক্ষণ, করোনাকালে ভোট ব্যবস্থাপনায় দায়সারা কাজ করছে নির্বাচন কমিশন | ডিভিশন বেঞ্চ বলে,”করোনা মহামারীর মধ্যে এই ভাবে শুধুমাত্র সার্কুলার দিয়ে নিজের দায় ঝেড়ে ফেলতে পারে না কমিশন | সবকিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে না কমিশন |” এ প্রসঙ্গে আদালত আরও বলে, নির্বাচন কমিশন অসীম ক্ষমতার অধিকারী | কিন্তু কার্যক্ষেত্রে সেই ক্ষমতা প্রয়োগ করা হয়নি | কমিশনের আধিকারিক ও কুইক রেসপন্স টিমকে কাজে লাগানো হচ্ছে না | প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন শেসনের কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি|এ দিন আদালত জানায়,’টিএন শেসনের দশ ভাগের একভাগ করে দেখাক নির্বাচন কমিশন| কমিশনের কাছে সার্কুলার নয় পদক্ষেপ চাইছি | কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় নির্দেশ দিতে পারছি না | প্রয়োজনে আমরা টিএন শেসনের কাজ করব|’ প্রধান বিচারপতির ভর্ৎসনা, “কমিশন চূড়ান্ত অদক্ষতার প্রমাণ দিয়েছে |” তিনি আরও জানান, আদালতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এদিন কোনও নির্দেশ জারি করা হয়নি|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *