নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা :- ষষ্ঠ দফার নির্বাচনে উত্তর ২৪ পরগণার বাগদায় গুলি চালিয়েছে রাজ্য পুলিশ,স্বীকার করে নিল নির্বাচন কমিশন | একইসঙ্গে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার মতোই কমিশন জানিয়েছে, আত্মরক্ষার জন্য চালিয়েছে রাজ্য পুলিশ | ঘটনায় তিন জন ব্যক্তি আহত হয়েছেন | বিজেপির দাবি, বৃহস্পতিবার বাগদার রণঘাটে ৩৫ নম্বর বুথের ২০০ মিটার দূরে অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল| সেখানে ভোটাররা আসছিলেন | সেইসময় ভিড় হটাতে ময়দানে নামে পুলিশ |
তা নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় | প্রাথমিকভাবে লাঠি চালিয়ে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়| কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশের আরও বাহিনী আসে | ফের একপ্রস্থ লাঠিচার্জ করে পুলিশ | সেই সময় পুলিশ গুলি চালায় বলে অভিযোগ ওঠে | যদিও পুলিশের তরফে দাবি করা হয়, ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীরা হামলা চালান | তাতে আহত হয়েছেন বাগদা থানার ওসি | সেই গুলি চালনা নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা শুরু হয় |কমিশনের তরফে জানানো হয়েছে, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ | প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার একটি রাজনৈতিক দলের শতাধিক কর্মী সেক্টর অফিসে হামলা চালান | আক্রান্ত হন সেক্টর অফিসার | সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় বাগদা থানার পুলিশ | সেই সময় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় | আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড গুলি চালিয়েছে | ঘটনায় তিন জন ব্যক্তি আহত হয়েছেন | তাঁদের মধ্যে একজনের বুলেটের আঘাত কিনা, তা এখনও প্রমাণিত নয়|