দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে বাংলার করোনা পরিস্থিতি।মুখ্যসচিবের নেতৃত্বে অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার | কোভিড মোকাবিলায় এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে | মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছ’জনকে নিয়ে এই টাস্ক ফোর্স | কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব রয়েছেন টাস্ক ফোর্সে | এই অ্যাপেক্স টাস্ক ফোর্স মূলত জেলার যে সমস্ত কোভিড অবজারভার রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে | সংক্রমণ মোকাবিলায় সমন্বয় গড়তেই এই বিশেষ উদ্যোগ নবান্নের | এই অ্যাপেক্স টাস্ক ফোর্স মূলত জেলার যে সমস্ত কোভিড অবজারভার রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে | এই টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে | এই দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রসচিব | এই দলে রয়েছেন ৬ শীর্ষ আইএস অফিসার | অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সর্বতভাবে সহায়তা করবে এই টাস্ক ফোর্স | সরকারি-বেসরকারি হাসপাতালে কোভিড শয্যা বৃদ্ধি, অক্সিজেনের যোগান ও সসরবরাহের মতো বিষয়গুলো এই টাস্ক ফোর্স নজরে রাখবে | প্রসঙ্গত, গত কয়েকদিনে ভোট, ভোটপ্রচার, মিটিং-মিছিল সেই বিপদে ঘি ঢালার কাজ করে চলেছে অনবরত| প্রতিদিনই সংক্রমণ রেকর্ড ভাঙছে | বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন| মৃত্যু হয়েছে ৫৬ জনের। বেলাগাম এই সংক্রমণ ঠেকাতে এবার নতুন করে টাস্ক ফোর্স গড়ল নবান্ন |