প্রসেনজিৎ ধর, কলকাতা :- করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিয়েছে | এই অবস্থায় মেট্রো ট্রেন সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ | আগামী সোমবার থেকেই কমছে মেট্রোর সংখ্যা | এখন কাজের দিন ২৫৮টি মেট্রো চলাচল করে | কিন্তু সোমবার থেকে এই সংখ্যা হবে ২৩৮টি| এছাড়া শনি ও রবিবারও কমল ট্রেনের সংখ্যা | শনিবার ২১৮ ও রবিবার মাত্র ১০০টি মেট্রো চলবে | প্রসঙ্গত,করোনা সংক্রমিত মেট্রো রেলের একাধিক কর্মী | হু হু করে সংক্রমণ বাড়ায় কমেছে যাত্রী সংখ্যাও | তার জেরেই দৈনিক পরিষেবায় মেট্রো কর্তৃপক্ষের ট্রেন কমানোর সিদ্ধান্ত বলে জানা গেছে | কেবল ই পাস’কে সম্বল করেই গত বছর লকডাউনের পর চলতে শুরু করেছিল কলকাতা মেট্রো | প্রথম দিকে অল্প সংখ্যায় শুরু হলেও ধীরে ধীরে মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে | রাজ্যে লোকাল ট্রেন চালু হওয়ার পর সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছিল | এরপর গত ৭ ডিসেম্বর থেকে আরও বেড়েছিল মেট্রোর সংখ্যা সময়সূচিতেও এসেছিল বদল | সেইসঙ্গে ই পাসের নিয়মেও বদল এনে মহিলা, বয়স্করা ও ১৫ বছরের নীচের বয়সীদের ছাড় দেওয়া হয়েছিল | পরে ডিসেম্বরেও সেই নিয়মে বদল আনা হয় | অফিস টাইম মেট্রোয় ছাড়া মেট্রোর ই পাস ব্যবস্থা তুলে দেওয়া হয়| প্রায় স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল মেট্রো পরিষেবা | কিন্তু, করোনার প্রকোপ কমতেই মানুষের মধ্যে উদাসীনতা বৃদ্ধি পায়। ফলে বেড়েছে সংক্রমণ | যার জেরেই ফের নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা | ২৬ এপ্রিল থেকে কমছে ট্রেনের সংখ্যা |